Header Ads

Header ADS

সিলেট জেলা, সিলেট ভ্রমণ - পর্ব ১

সিলেট জেলা:  


পাহাড় নদী ঝর্ণা এবং চা বাগানের অপূর্ব সৌন্দর্য সিলেটকে করেছে সৌন্দর্যমন্ডিত। প্রকৃতি যেখানে দিয়েছে নিজেকে উজাড় করে। পূণ্যভুমি সিলেট হতে পারে আপনার ভ্রমণতালিকার প্রথম স্থান। সিলেটে আপনি যা যা দেখতে পাবেন তা ই আমার আজকের আলোচ্য বিষয়। চলুন এক নজরে দেখে আসি সিলেটের দর্শনীয় স্থানগুলো:

সিলেটের বিছনাকান্দির একটি স্থিরচিত্র


১। হযরত শাহজালাল ও শাহ পরান (র) এর মাজার:
২। জাফলং ( জিরো পয়েন্ট, মারি নদী, চা বাগান, খাসীয়া পল্লী, মায়াবি ঝর্ণা)
৩। লালাখাল
৪। বিছনাকান্দি
৫। পানতুমাই (এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রাম)
৬। রাতারগুল জলাবন
৭। জৈন্তাপুর (পুরোনো রাজবাড়ী)
৮। তামাবিল
৯। ক্বীন ব্রীজ
১০। আলী আমজাদের ঘড়ি
১১। সিলেট সার্কিট হাউস
১২। হাছন রাজার যাদুঘর
১৩। ভোলাগঞ্জ সাদা পাথর
১৪। জিতু মিয়ার বাড়ী
১৫। সিলেট পর্যটন কেন্দ্র।
১৬। খাদিম নগর জাতীয় উদ্যান
১৭। লোভাছড়া
১৮। লক্ষনছড়া
১৯। উৎমা ছড়া
২০। মালনীছড়া চা বাগান
২১। লাক্কাতুরা চা বাগান
২২। ডিবির হাওর
২৩। টিলাঘর ইকোপার্ক
২৪। মণিপুরী রাজবাড়ী
২৫। মণিপুরী মিউজিয়াম
২৬। শ্রী চৈতন্য দেবের বাড়ী
২৭। বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান
২৮। নাজিমগড় রিসোর্ট
২৯। এডভেঞ্চার ওয়াল্ড
৩০। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরো অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে। পুরো সিলেট বিভাগ নিয়ে পর্যায়ক্রমে লিখে যাবো। যদি সব কিছু ঠিক থাকে তা হলে উপোরোক্ত স্থান সমূহের বিস্তারিত বিবরনসহ লিখব। আজ তাহলে এ পর্যন্তই থাক। পরবর্তী লেখা থাকবে মৌলভীবাজার জেলা নিয়ে। ধন্যবাদ সবাইকে
রাতারগুল জলাবনে যাওয়ার পথের স্থিরচিত্র


6 comments:

  1. সুন্দর লিখেছে। চালিয়ে যান। মানুষের উপকার হবে। ধন্যবাদ

    ReplyDelete
  2. সিলেট ভ্রমনের জন্য দরকারি ।

    ReplyDelete

Powered by Blogger.