মৌলভীবাজার, সিলেট ভ্রমণ - পর্ব ২
মৌলভীবাজার জেলা:
দুটি পাতা একটি কুড়ি, মৌলভীবাজার ভ্রমণ করি। এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে দিনদিন বহুগুন এগিয়ে যাচ্ছে মৌলভীবাজারের পর্যটন শিল্প। দৃষ্টিনন্দন চা বাগান, আদিবাসীদের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের আপন মহিমায় এই জেলা অন্য জেলা থেকে আলাদা। মৌলভীবাজরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছেঃ
মৌলভীবাজারের চা বাগান পরিদর্শনের একটি স্থিরচিত্র |
১। হযরত শাহ মোস্তফ (র) এর মাজার
২। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ
৩। লাউয়াছড়া জাতীয় উদ্ভিদ উদ্যান
৪। ৯২টি চা বাগান
৫। চা গবেষণা ইনিস্টিটিউট
৬। পৃথিমপাশা নবাব বাড়ী
৭। মনু ব্যারেজ
৮। মাধবকুন্ড জলপ্রপাত
৯। মাধবপুর লেক
১০। মনিপুরী পল্লী
১১। কমলা/আনারস/লেবু বাগান
১২। বাইক্কা বিল
১৩। চা জাদুঘর
১৪। দুসাই রিসোর্ট এন্ড স্পা
১৫। হাকালুকি হাওর
১৬। হামহাম জলপ্রপাত
১৭। গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ সহ আরো অনেক পাহাড় টিলা ও বিলের সমাহার। ভ্রমণ পিপাসু বন্ধুরা আর দেরী না করে এখনি চায়ের রাজধানী মৌলভীবাজার ও শ্রীমঙ্গল ঘোরার পরিকল্পনা করতে পারেন। আগামী লেখায় লেখবো হাছন রাজা ও শাহ আব্দুল করিমের জন্মভূমি হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার কথা। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। ধন্যবাদ সবাইকে।
মনোমুগ্ধকর মাধবপুর লেকের একটি দৃশ্য |
Nice post 👍
ReplyDeleteমৌলভীবাজার যে যাবে তার মন ভালো হবেই হবে। সুন্দর লিখেছে।
ReplyDelete