Header Ads

Header ADS

করোনা ভাইরাস লক্ষন, প্রতিকার ও পরামর্শ

করোনা ভাইরাসঃ

এটা এমন একটা ভাইরাস যা এর আগে মানুষের অচেনা ছিলো। নতুন এই রোগটিকে প্রথমে নানান নামে ডাকা হলেও এ বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় কোভিড-১৯ যা করোনাভাইরাস ডিজিজ ২০১৯ এর সংক্ষিপ্ত রুপ।

রোগের লক্ষনঃ


মূলত জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই প্রধান লক্ষন।

দেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ বিকল হয়ে যেতে পারে।

নিউমোনিয়া হতে পারে।


প্রতিকারঃ

যেহেতু ভাইরাসটি নতুন তাই এর কোনো টিকা বা প্রতিষেধক এখনো নেই।
প্রতিকারের প্রধান উপায় হলো, যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বা এ ভাইরাস বহন করছে তাদের এড়িয়ে চলা।

ডাক্তাররা পরামর্শ দিয়েছে বার বার হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা, ঘরের বাইরে গেলে মুখোশ পরা।

যদি কারো মাঝে এই রোগের লক্ষন দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে অথবা
আইইডিসিআর এর হট লাই নম্বর 16263 অথবা +8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785

এই নম্বর গুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

পরামর্শঃ

সর্বশেষ কথা হচ্ছে এই মুহুর্তে আমাদেরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে। জরুরী কাজ ছাড়া জনবহুল এলাকায় না যাওয়াই ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলা উচিত। 

নিজে সতর্ক হোন, সবাইকে সতর্ক হতে উৎসাহিত করুন। সতর্কতাই পারে এই রোগের হাত থেকে আপনারে দুরে রাখতে। ধন্যবাদ সবাইকে।

No comments

Powered by Blogger.