সুনামগঞ্জ, সিলেট ভ্রমণ - পর্ব ৩
সুনামগঞ্জ জেলা:
হাছন রাজা ও শাহ আব্দুল করিমের জেলা সুনামগঞ্জ। হওরের বুকে জেগে থাকা একটি জেলা। নান্দনিক সৌন্দর্য আর শৈল্পের কারুকার্যে ভরপুর করেছেন এ জেলাকে যেনো বিধাতা নিজ হাতে। সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে রয়েছেঃ
শীতকালে সীমান্ত তীরবর্তী হাওরের একটি দৃশ্য |
১। নীলাদ্রি লেক
২। টেকের ঘাট
৩। বারেক টিলা
৪। যাদুকাটা নদী
৫। সীমান্ত হাট
৬। টেংরা টিলা গ্যাস ফিল্ড
৭। ছাতক সিমেন্ট ফ্যাক্টরী
৮। হাছন রাজার বাড়ী
৯। বাউল সাধক শাহ আব্দুল করিমের বাড়ী
১০। লালঘাট ঝর্ণাধারা
১১। টাঙ্গুয়ার হাওর
১২। নারায়ণতলা
১৩। তাহিরপুরের শিমুল বাগান
১৪। জামালগঞ্জের সূর্যমুখী বাগান
১৫। জগন্নাথপুরের রাধারমনের নিদর্শন সহ আরো অনেক রয়েছে। হাওরের বিস্তৃত জলরাশির বুকে পাল তোলা নৌকা নিয়ে মাঝিরা যখন গান ধরে তখন অন্য রকম এক ভালো লাগা তৈরী হয়। তার সাথে পানির কলকল শব্দে জুড়িয়ে যাবে আপনার মন। সময় থাকলে সুনামগঞ্জ ঘুরে যেতে পারেন। বন্ধুরা আগামী লেখা থাকবে হবিগঞ্জ জেলা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। সবাইকে ধন্যবাদ।
ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর ভিতরের একটি দৃশ্য যেখানে ছুয়ে দিলে মন ছবির শুটিং হয়েছিলো। |
সুন্দর হয়েছে। চালিয়ে যান। ধন্যবাদ
ReplyDeleteআপনাদে সুনামগঞ্জ ভ্রমণের আমন্ত্রন রইল। ধন্যবাদ
Delete