হবিগঞ্জ, সিলেট ভ্রমণ - পর্ব ৪
হবিগঞ্জ জেলা:
সিলেটের হবিগঞ্জ জেলা ভ্রমণ পিপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। কেননা এখানে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা - কালেঙ্গা। আসুন এক নজরে দেখে নেই হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহঃ
রেমা-কালেঙ্গা বনের ভিতরের একটি দৃশ্য |
1. রেমা - কালেঙ্গা ( বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন)
2. সাতছড়ি জাতীয় উদ্যান
3. লক্ষীবাউর (বাংলাদেশের সর্ববৃহত্তম জলাবন)
4. দ্যা প্যালেস রিসোর্ট
5. কমলা রাণীর সাগরদিঘী
6. বিথঙ্গল আখড়া ( ছয়শত বছরের পুরোনো)
7. তেলিয়াপাড়া স্মৃতিসৌধ ( মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত)
8. চা বাগান ( 54 টি)
9. শংকরপাশা উচাইল শাহী মসজিদ ( সাতশত বছরের পুরানো)
10. বিবিয়ানা ( এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র)
11. ফ্রুট ভ্যালী রাবার বাগান
12. শাহাজী বাজার পাওয়ার প্লান্ট
13. গ্রিনল্যান্ড পার্ক
14. মুঘল আমলের স্মৃতি
এছাড়াও বর্ষাকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও লাখাই এর হাওরগুলোতে এক অপররূপ সৌন্দর্য বিরাজ করে। এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। সবাইকে ধন্যবাদ।
No comments