Header Ads

Header ADS

কিভাবে জীবানুনাশক স্প্রে তৈরী করবেন

জীবানুনাশক স্প্রে:


বর্তমান বিশ্বের আতঙ্ক করোনা মোকাবেলায় নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি আপনার দৈনন্দিন ব্যবহার্য জিনিস পত্র, ঘর, মেঝে, সিঁড়ি, দরজার লক, সিটকিনি সহ যাবতীয় সব জিনিস রাখতে হবে জীবানুমুক্ত। আর এ জীবানুনাশক আপনি চাইলে খুব সহজেই ঘরে তৈরী করে নিতে পারেন খুব কম খরচে।


প্রক্রিয়া:


খুব সহজে তিনটি প্রক্রিয়ার মাধম্যেই আপনি জীবানুনাশক তৈরী করতে পারেন। চলেন দেখে নেই তিনটি প্রক্রয়া।


  1. 1লিটার স্প্রে বোতলে 1 লিটার সমান পরিমাণ পানি নিন।
  2. এতে 2 টেবিল চা চমচ পরিমাণ ব্লিচিং পাউডার নিন।
  3. এরপর ভালোভাবে মিশিয়ে/ঝাঁকিয়ে নিন।
দরজার হ্যান্ডেল, গ্যারেজের ভিতর,বারান্দার রেলিং, বাড়ির আশেপাশে, সিঁড়ির রেলিং, যানবাহনের সিট, জুতার নিচে ইত্যাদি জায়গায় ব্যবহার করুন।

সাবধানতা:


কোনো অবস্থাতেই এই  মিশ্রণ মানুষের কিংবা কোনো প্রাণীর শরীরে ব্যবহার করা যাবে না।

 ধন্যবাদ সবাইকে।



No comments

Powered by Blogger.