রাতারগুল, সিলেট।
রাতারগুল
আসার সহজ উপায়ঃ
বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত হতেই আসতে চান তাহলে প্রথমে আপনাকে সিলেটে আসতে হবে। সিলেট থেকে সিএনজি কিংবা অটো রিক্সা করে আসতে পারেন এক্ষত্রে ভাড়া 1200-1500 টাকা। তারপার সেখান থেকে রাতারগুল ঘুরে দেখার জন্য নৌকা ঠিক করে নিতে হবে। নৌকা ভাড়া হবে 800-1000 টাকা।
রাতারগুল। ছবি - সেলিম সরকার। |
খাওয়াঃ
রাতারগুলে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে শুকনা খাবারের জন্য ছোট ছোট দোকান রয়েছে।
থাকাঃ
অবশ্যই সিলেট শহরে থাকতে হবে।
সাবধানতাঃ
বন ডুবে যাওয়ার ফলে সাপ বিভিন্ন গাছে আশ্রয় নেয়, এই বিষয়ে সতর্ক থাকুন। অনেক সময় জোক ও দেখা যায়। তাই সতর্ক থাকা জরুরী।পরামর্শঃ
অবশ্যই গ্রুপ করে আসা উচিত। এতে খরচ কম পড়বে এবং ভ্রমণ হবে বেশী আনন্দের।
সবাই ভালে থাকুন, সুস্থ্য থাকুন, ধন্যবাদ সবাইকে।
No comments