Header Ads

Header ADS

রাতারগুল, সিলেট।

রাতারগুল


বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট । এটি সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল জলাবনটি প্রায় 32,325 একর জায়গা জুরে বিস্তৃত। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। বছরে চার থেকে পাঁচমাস পানির নিচে তলিয়ে থাকে এ বন। অনেক পর্যটক এই রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন বলেও ডেকে থাকেন। সাধারণত জুলাই থেকে অক্টবর পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়।


আসার সহজ উপায়ঃ


বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত হতেই আসতে চান তাহলে প্রথমে আপনাকে সিলেটে আসতে হবে। সিলেট থেকে সিএনজি কিংবা অটো রিক্সা করে আসতে পারেন এক্ষত্রে ভাড়া 1200-1500 টাকা। তারপার সেখান থেকে রাতারগুল ঘুরে দেখার জন্য নৌকা ঠিক করে নিতে হবে। নৌকা ভাড়া হবে 800-1000 টাকা।
রাতারগুল। ছবি - সেলিম সরকার।

খাওয়াঃ


রাতারগুলে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে শুকনা খাবারের জন্য ছোট ছোট দোকান রয়েছে।

থাকাঃ 



অবশ্যই সিলেট শহরে থাকতে হবে।

সাবধানতাঃ

 বন ডুবে যাওয়ার ফলে সাপ বিভিন্ন গাছে আশ্রয় নেয়, এই বিষয়ে সতর্ক থাকুন। অনেক সময় জোক ও দেখা যায়। তাই সতর্ক থাকা জরুরী।


পরামর্শঃ 


অবশ্যই গ্রুপ করে আসা উচিত। এতে খরচ কম পড়বে এবং ভ্রমণ হবে বেশী আনন্দের।

সবাই ভালে থাকুন, সুস্থ্য থাকুন, ধন্যবাদ সবাইকে।

No comments

Powered by Blogger.